অনিকেত-৪

sutanuti's picture
sutanuti সোম, ২০২৪-০২-১৯ ০৭:১৯

এই সূর্যডোবা মুহূর্তগুলি তুলে রাখি কুলুঙ্গিতে। নিমীলিত জোনাকির খবর পেলে সূর্যোদয় হয় এই ক্রন্দসীতে। এই তন্দ্রাময় ঘরগুলি ভরিয়ে রাখি স্নেহপদার্থে। দেওয়াল গোপন করে বিস্ফোরণের শব্দ। দেওয়াল আমাদের নতজানু বল্লরীকে প্রশ্রয় দেয় রোদের। দেওয়াল বাতাসে উড়ে আসা বীজের মহীরুহ হওয়ার সম্ভাবনা প্রোথিত রাখে। যতক্ষণ নাবালক থাকে সে, শকট চলে যাওয়ার শব্দকে প্রশমিত করে। রচনা করে ক্লান্ত চাকাগুলির ঘুমসঙ্গীত। সঙ্গীত বেজে চলছে অনেকটা প্রলম্বিত বিহুর উপাচারে। সঙ্গীত ভেসে আসছে একটি দোদুল্যমান কলসীর পিঠে চেপে। নিকেতন হারিয়ে গেছে যার অথবা প্রাতঃকালে কেউ তাকে বিসর্জন দিয়ে এলো জনান্তিকে। এই স্রোতগুলি টেনে নেবে তাকে গৃহহীনের দলে। যেভাবে কদাচিৎ একটা সুনামি টেনে নেয় এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া একটা অটো রিকশাকে। ঝড়ের হাওয়ায় মট করে ভেঙে যায় স্ট্রিটল্যাম্পের গ্রীবা। ক্লীবেরও মৃত্যু হয়। মৃত্যু হয় আলুর খোসার। যখন কালো ব্যাগে করে মানুষ তাকে ফেলে আসে মহা-ডাস্টবিনের ভাগাড়ে। গ্রীষ্মের জলহস্তী গলা ডুবিয়ে শুয়ে থাকে সরোবরে। স্থিতির এই সুস্থির সাম্য অতিক্রম করে কোনো একদিন স্রোতস্বিনী হয়ে ওঠে জলরাশি। হু হু করে প্রবাহিত হয় বহুদিনের সভ্যতা। জলে ভেসে গেলো গিটার। অভিকর্ষ অতিক্রম করে আকাশে উড়ে গেলো উল্টে দেওয়া ওমলেট। মানুষও ভেসে গেলো এই কালপ্রবাহে। শরীর ভেসে গেলো হরপ্পায় , হৃদয় মেসোপটেমিয়া।

মধুছন্দা's picture
নতুন, নতুন অনেক কিছু, পড়তে

মধুছন্দা 21 সপ্তাহ 1 দিন আগে

নতুন, নতুন অনেক কিছু, পড়তে দারুণ লাগল সুতানুটিদা

সুমি's picture
শরীর ভেসে গেলো হরপ্পায় , হৃদয়

সুমি 21 সপ্তাহ 1 দিন আগে

শরীর ভেসে গেলো হরপ্পায় , হৃদয় মেসোপটেমিয়া।

যদি বলি, জাস্ট উল্টোটা
জাস্ট জোকিং সুতানুটিদা

মৃত্যু হয় আলুর খোসার। যখন কালো ব্যাগে করে মানুষ তাকে ফেলে আসে মহা-ডাস্টবিনের ভাগাড়ে।

এটা একটুকরো গেম অফ অ্যান অবজার্ভেশান, বাংলা কবিতায় এর সমকক্ষ কোনো লাইন জাস্ট নেই, তুখোড় বলেছেন আর অবশ্য গোটা কবিতাটাই তাই, খুব অ্যালার্ট হয়ে লাইনগুলি ন্যাভিগেশন করলাম বা করছি কারণ পদে পদে বিস্ময়!

সুমি's picture
আকাশে উড়ে গেলো উল্টে দেওয়া

সুমি 21 সপ্তাহ 1 দিন আগে

আকাশে উড়ে গেলো উল্টে দেওয়া ওমলেট।

নেভার টু লেট ফর অ্যান অমলেট
প্রাতঃরাশের টেবিলে না এসে আকাশে উড়ে যাওয়া আমার বদনসিব
অন্যদিকে আমার মনে পড়ে গেল ইউ এফ ও, কোনোদিন যদি সত্যিই এই শহরের আকাশ উড়ে আসে অমলেট-আকৃতির কোনো চনমনে ইউ এফ ও!

নাম্নেই's picture
‘যতক্ষণ নাবালক থাকে সে, শকট

নাম্নেই 21 সপ্তাহ 1 দিন আগে

‘যতক্ষণ নাবালক থাকে সে, শকট চলে যাওয়ার শব্দকে প্রশমিত করে। রচনা করে ক্লান্ত চাকাগুলির ঘুমসঙ্গীত।’

অভাবনীয়! দারুণ দারুণ এবং দারুণ ...

নাম্নেই's picture
অনিকেত চার বা এই সিরিসটা

নাম্নেই 21 সপ্তাহ 1 দিন আগে

অনিকেত চার বা এই সিরিসটা বাংলা কবিতায় একটা দুর্দান্ত সংযোজন, অ্যানালিসিস করার ক্ষমতা আমার নেই, বিস্মিত-মুগ্ধ হবার আছে আর তা অপরিমেয়!

নাম্নেই's picture
‘দেওয়াল গোপন করে বিস্ফোরণের

নাম্নেই 21 সপ্তাহ 1 দিন আগে

‘দেওয়াল গোপন করে বিস্ফোরণের শব্দ। দেওয়াল আমাদের নতজানু বল্লরীকে প্রশ্রয় দেয় রোদের।’

হা হা! সেলুট সেলুট! আপনার এই ইউনিক পাওয়ার! সত্যিই কোনো তুলনা নেই!

la pata's picture
darun sutanutivai

la pata 21 সপ্তাহ 1 দিন আগে

darun sutanutivai

আখেরুল হক's picture
উপভোগ্য

আখেরুল হক 21 সপ্তাহ 1 দিন আগে

এই কবিতা শিল্পের কবিতা । উপভোগ করার জন্য যথেষ্ট । প্রথম সারির।

.....

আখেরুল হক

রুমন's picture
‘হৃদয় মেসোপটেমিয়া’ সবথেকে

রুমন 20 সপ্তাহ 6 দিন আগে

‘হৃদয় মেসোপটেমিয়া’

সবথেকে পুরাতন প্রেমসঙ্গীত বা ভালোবাসার গান বা লাভ সং বা হৃদয়ের গীত আবিষ্কার হয়েছিল আশুরবানিপালের লাইব্রেরীতে, যা কিনা মেসোপটেমিয়াতে, গানটি সার্বজনীন মতে একাধারে রোমান্টিক ও ইরোটিক

আপনার ‘হৃদয় মেসোপটেমিয়া’র উল্লেখ তাই শিহরণ জাগাল

অক্ষর's picture
সাবাশ কবি !!!

অক্ষর 20 সপ্তাহ 5 দিন আগে

সাবাশ কবি !!!

পৃথা's picture
অনিকেত-৪ ব্যাপক লেগেছে,

পৃথা 20 সপ্তাহ 4 দিন আগে

অনিকেত-৪ ব্যাপক লেগেছে, অনিকেত-৫ শিগগিরি আসুক সুতানুটিদা



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline