মৌমাছির ছেঁড়া ঘর

sutanuti's picture
sutanuti মঙ্গল, ২০২৩-০৭-১৮ ০৬:৪০

মৌমাছির ছেঁড়া ঘর। বিহঙ্গের ঊর্ণা ঘুম। এই ভিতরকণিকায় বয়ে যায় শোনিত। এই লবনাক্ত শরীরের উপর জেগে থাকে কুমীর। পাড়ের ধারে জন্ম নেওয়া অজাতশত্রু ঘাসগুলি ফুলের স্বপ্ন দেখে। কাদামাটির মকমকি তাদের জন্মগত বিউগল। জলপৃষ্ঠে জেগে ওঠা বুদ্বুদ তাদের বায়বীয় বেলুন। একটি চাঁদের ছায়ায় স্নেহলালিত মাশরুম তাদের মাৎসর্য্য। গাছের মতো বড়ো তারা হতে পারে না বংশলতিকা আঁকড়ে ধরেও। তবু উল্লম্ব দুপুরে যখন ছায়া থাকে না কারোরই , তখন নিজেদের শালপ্রাংশু ভাবতে ভালো লাগে। একটি বল গড়িয়ে এসে পড়ে জলে। আবার কখনো প্রাকৃতিক বুলডোজারে ঘর ভেসে যায় বেদখল শহরে। তদানন্তীন ক্যালেন্ডার ভেসে যায় মহাসাগরের দিকে। মৃত্যুকে অতিক্রম করা সিডারও। হ্যারিকেন জ্বললে পতঙ্গরা পেনের কালিকে মধু ভেবে বসে। কতো রাত কেটে যায় এই তমিস্রায় ডুবে গিয়ে। কৃষ্ণ অবগাহনে শ্রাবণ পেরিয়ে যায় আরো এক নিশ্চিন্দিপুরে। তটভূমি ছুঁয়ে থাকি, এই নৈবেদ্য তেলাপিয়া কিভাবে ফিরে আসে সাধনার ঝুড়িতে। শুয়ে থাকি আলের পিঠে চতুর্দোলা পেতে। আকাশ থেকে ঝরে পড়া শেষ শীকর থামলো এসে আমার ঠোঁটে। একটি ঋতু কাটিয়ে যেতে পারি মোহহীন কুঁড়েঘরে। গোবর জলের খিলখিল শুনতে শুনতে কান পাতি নিকোনো জ্যেষ্ঠ-দেউলে।

রোববার's picture
অ্য

রোববার 1 বছর 5 ঘন্টা আগে

অ্য

রোববার's picture
সা

রোববার 1 বছর 5 ঘন্টা আগে

সা

রোববার's picture

রোববার 1 বছর 5 ঘন্টা আগে

m.c.'s picture
Fascinating!

m.c. 52 সপ্তাহ 20 ঘন্টা আগে

Fascinating!

আব্দুল্লাহ's picture
"এই লবনাক্ত শরীরের উপর জেগে

আব্দুল্লাহ 52 সপ্তাহ 19 ঘন্টা আগে

"এই লবনাক্ত শরীরের উপর জেগে থাকে কুমীর।"

আমি এই অংশটিকে পড়লাম এইভাবে

এই লবনাক্ত শরীরের উপর জেগে থাকে এক দীঘল কাছিম।

আব্দুল্লাহ's picture
বলা বাহুল্য, প্রতিটি লাইন-ই

আব্দুল্লাহ 52 সপ্তাহ 19 ঘন্টা আগে

বলা বাহুল্য, প্রতিটি লাইন-ই চমক, প্রতিটি লাইন-ই নতুন কবিতা
পড়তে পড়তে স্নায়ু বিহ্বল হয়ে যায়

la pata's picture
darun sutanutivai

la pata 52 সপ্তাহ 18 ঘন্টা আগে

darun sutanutivai

অনুক্ত মন্ডল's picture
"Bleeding edge refers to

অনুক্ত মন্ডল 52 সপ্তাহ 17 ঘন্টা আগে

"Bleeding edge refers to something that is new, experimental, generally untested, and carries a high degree of uncertainty. Bleeding edge is mainly defined as newer, more extreme, and riskier than the cutting or leading edge."

আপনার লেখা সবসময়ই যেন সেই ব্লিডিং এজ, সবার থেকে আলাদা, ইউনিক, ভালোলাগা বা তা না লাগা পেরিয়ে এক অন্য ঘোর তৈরি করে, যারা আপনার নতুন পাঠক, তাদের কাছে তো অবশ্যই, আপনার নিয়মিত লেখা ও অস্তিত্ব তাই so very essential এবং quintessential-ও হয়তো, ভবিষ্যত পাঠক বা কবিতা-গবেষকদের কাছেও হয়তো তাই

অন্যদিকে যারা আপনার পুরাতন পাঠক তাদের যদি ক্রিটিকাল হবার সুযোগ দেন, যদি তাদের মন্তব্যে অভিমানে দূরে সরে না যান, তাহলে হয়তো দু এক কথা বলা যায়, তবে তা অবশ্যই side-talk, main talk নয় (এই প্রসঙ্গে মনে হয়, এখানের অন্যান্য কবিতায় যদি আপনার এই ব্লিডিং এজ মন্তব্যেও নিয়মিত প্রথিত করতেন, তবে তা যুগান্তকারী হত বা নিদেন তাদের পক্ষে এক পরম প্রাপ্তি হত!)

কখনও কখনও কিছু অপ্রচলিত শব্দ বারবার আপনার কবিতায় ঘুরে ফিরে আসে - এটি repetitive লাগে, ব্লিডিং edge তার শার্পনেস যেন কিছুটা ক্ষুণ্ণ করে ফেলে, আপাত-উদ্ভট শব্দ বা বাক্যবন্ধ চমকের বদলে খানিকটা ক্লিশে লাগে, মনে হয় শব্দ কি শুধু মগজের ব্যায়াম, হৃদয়ের তীব্র ও আন্তরিক স্পর্শ কই? যাইহোক, যা বললাম তা ব্যক্তিগত একটি কথামাত্র, তেমন জরুরীও হয়তো ছিলনা, তাও সাহস করে বলে ফেললাম!

এবার দেখা যাক, কেন রিপিটেটিভ, আপাততঃ "মকমকি" শব্দটি দেখুন, এটি তেমনি শ্রুতিমধুর শব্দ নয়, শ্রুতিমধুর না হলেও চলবে, শব্দটি কেমন যেন আনইভেন, কেমন যেন কি ঠিকমতো বোঝানো দুষ্কর, যেন মনে হয় অভিধান পাশে নিয়ে বসে লিখেছেন, সেটিও খুবই ভাল এবং জরুরী যখন তা হৃদয়ের সততা ও তীব্রতার সঙ্গে তালমিল খেয়ে যায়, তবে শব্দ শ্রুতিতে কেমন লাগে তা একান্ত ব্যক্তিগত, অপরদিকে হয়তো মকমকি শোনবার জন্য (আপনার কলমে) অনেক পাঠিক-পাঠক অপেক্ষা করে থাকেন! প্রসঙ্গতঃ জম্পতি আর দম্পতি যে একই মানে তা আপনার কবিতা পড়েই প্রথম জানতে পারি Smile মনে হয়েছিল (চটুল মনের দোষে) যারা লম্ফ-ঝম্প করে জমিয়ে দাম্পত্য করেন তারাই কি জম্পতি!

মক টেস্ট নয়, মকারি নয়, মকাই নয়, ফিরে আসি "মকমকি"তে
নীচে আপনার বিবিধ কবিতায় "মকমকি"

 

জলদি ঘুমোনোর ভারী হয়ে আসা আঁখিপল্লব মনে পড়ছে। এই ভগ্নাংশ রাতের মেঝে বড়ো ভেজা ভেজা লাগে। শুনতে পাই না মকমকি।
- ভগ্নাংশ রাত

একটি শাখা ডুবে থাকে শাপলা পুকুরের গায়ে। মকমকি সভ্যতায় চরে বেড়ায় রঙ্গীন পাখনাগুলি।
- শুঁড়িপথ

আলো না কমলে
থিতু হয় না প্রদীপ
মকমকি শোনা যায় না
উঠোনে।
- চাঁদ ওঠার সময়

ক্লান্ত ত্রিপল শুয়ে যেতে চায় মানুষের বিছানায়। ভাবে, আহা, কি জঙ্গম জীবন তোমাদের, এ মুষলধারা শেষ হলে মকমকি, আর তোমরা ডাল উথলে যাবার শোকে ভুখাপেট রয়ে যাবে।
- বিপ্রতীপ আলোর দিন

অক্ষৌহিনী ঘোড়ার মতো
ভরিয়ে দেয় হ্রেষাধ্বনি
পুকুর মকমকিতে।
- বৃষ্টি আসে

টাঙিয়ে রেখো ভেজা হৃদয় আলনাতে। রাত জেগে শোনো মকমকি।
- হারিয়ে যাওয়া টিয়াপাখি

কখনো একটি দীর্ঘ মরীচিকার পারে অপেক্ষারত থাকে অনেক মকমকি।
- তেলাপিয়া চৌবাচ্চা

যেন এই গভীর তমিস্রা
তায় পৃথিবী ভরে যাবে মকমকি তে
ক্রমশঃ নিবিড় হবে রাত্রি
- নিভে যাওয়া আলো

বৃদ্ধ সাধু , মোমবাতি ও একটি জম্পেশ জিম করবেটে
কেটে যাক মকমকি -রাতগুলি।
- এভাবে বৃষ্টি এলো

সেভাবে বৃষ্টি আসেনি বহুদিন
দিগন্ত ভরে যাবে মকমকিতে
বাতাস ভরে যাবে প্রজননের গন্ধে
- এপ্রিল -৩, এপ্রিল -2

এই মকমকি-কন্ডম যুগলবন্দীতে
আমারো বিসর্জন হবে ।
- আনপ্লাগড-৫

ইত্যাদি, এবং আরও?

মধুছন্দা's picture
আলাদার মধ্যেও আলাদা - সেভ করে

মধুছন্দা 52 সপ্তাহ 17 ঘন্টা আগে

আলাদার মধ্যেও আলাদা - সেভ করে রাখলাম সুতানুটিদা

kkd's picture
জম্পতি শব্দটি

kkd 52 সপ্তাহ 14 ঘন্টা আগে

অফটপিক

"যে স্বামী স্ত্রীর অর্থে জীবিকা নির্বাহ করে তাকে জায়াজীবী বলে। জায়াজীব এর সমার্থক শব্দ। ‘জায়া’ মানে পত্নী এবং ‘পতি’ অর্থ স্বামী। ‘জায়া’ ও ‘পতি’ মিলে জম্পতি (জায়া+পতি)।"
ডঃ মোহাম্মদ আমীন

ভাবতেছি, আহা! যদি কাজকর্ম করতে না হৈত, স্ত্রীর অর্থে জীবন নির্বাহ Smile

kkd's picture
কবিতাটি ভাল লেগেছে

kkd 52 সপ্তাহ 14 ঘন্টা আগে

কবিতাটি ভাল লেগেছে

sutanuti's picture
@অনুক্ত মন্ডল অনেক ধন্যবাদ এই

sutanuti 51 সপ্তাহ 6 দিন আগে

@অনুক্ত মন্ডল

অনেক ধন্যবাদ এই ডিটেলেড analysis এর জন্য। হ্যাঁ, ঠিকই , মকমকি শব্দটি বহুলভাবে ব্যবহার করেছি। শুধু মকমকি নয়, আরো কিছু শব্দ হয়তো অহেতুক অনেকবার এসেছে লেখায়। কিছু শব্দের ব্যবহার সচেতন ভাবে , হয়তো বারবার প্যাটার্ন ভাঙার জন্য অথবা আধুনিক সাহিত্যে এই শব্দটির অনুপস্থিতিতে triggered হয়ে। কিছু বিজ্ঞানের শব্দ যা সাহিত্যে ব্যবহার করলে তা খুবই impactful হতে পারে বলে মনে হয়েছে। যেমন : পৌনঃপুনিক, আসঞ্জন , উল্লম্ব, ঐকিক নিয়ম ইত্যাদি।
মকমকি শব্দটি সেরকম শব্দ নয়। এই শব্দটির সাথে পরিচিত হই কৈশোরে "এক কথায় প্রকাশ" পড়তে গিয়ে। শব্দটি ভালো লাগতে শুরু করে। আপনার point ধরে বলি, যেখানে ঘোড়ার ডাককে বলে হ্রেষা, হাতির ডাককে বলে বৃংহণ, বিড়ালের ডাককে বলে জিবন, সেখানে ব্যাঙের ডাক মকমকি, কোথাও গিয়ে এক বাস্তুতান্ত্রিক অপাঙ্‌ক্তেয় উভচরের কথা বলে। মকমকি শব্দটি সিমেট্রিক নয়, তদুপরি colloquial.
কোথাও গিয়ে তৎসম-তৎভব শব্দের ভিড়ে এই colloquial শব্দটি আমায় ট্রিগার করে। বোধহয় তাই শব্দটি বারবার ব্যবহার করে ফেলি লেখায়। অনেক ধন্যবাদ প্রসঙ্গটি উত্থাপন করার জন্য। আমি সাহিত্যের ছাত্র নই। পুরো মতামতটাই আমার ইনটুইশন এর বেসিসে। তথ্যের ভুল থাকতে পারে।

অনুক্ত মন্ডল's picture
অনেক ধন্যবাদ আপনাকে

অনুক্ত মন্ডল 51 সপ্তাহ 6 দিন আগে

অনেক ধন্যবাদ আপনাকে
আমিও সাহিত্যের ছাত্র নই, সেই অর্থে ছাত্রই নই বলা চলে Smile
আসল উদ্দেশ্য কবি এসে একটু নিজের কবিতায় কথাবার্তা বলবেন, অন্যের কবিতায়ও মাঝে মাঝে বলবেন এটাই উদ্দেশ্যে Wink প্যারোডিকুইনের "প্যারোডি"টি দ্রষ্টব্য, তবে আপনি আবার ঘুরে এসে এই মন্তব্য পড়বেন সে আশা রাখব কিনা জানিনা!

kkd's picture
সুতানুটি, আপনার প্রত্যুত্তরটি

kkd 51 সপ্তাহ 6 দিন আগে

সুতানুটি, আপনার প্রত্যুত্তরটি পড়তে খুবই ভাল লাগল
একটি কথা পার্সোনালি আমার মনে হয় "প্যাটার্ন ভাঙার জন্য" যা করা হয় তাও অচিরে এক প্যাটার্ন হয়ে ওঠে

সম্পূর্ণতঃ অন্য একটি "প্যাটার্ন" চলে এলে মন্দ হয়না অবশ্য, যেরকম গত দু তিন দিনের মধ্যে পোস্ট করা আচার্যশঙ্করদার (আপনি কি ওনাকে পড়েন?) কবিতা দেখলাম ওনারই সাম্প্রতিক সব কবিতার থেকে আপাতঃ ভিন্ন

ব্যাঙের ডাককে মকমকি বলার কারণ আপনি বলেছেন, মকমকি বলা হোক তা বেশ তো, অপরদিকে যদি ধরে নিই ব্যাঙের ডাক বারবার আপনাকে হন্ট করেছে, যে "এক কথা"তেই হোক বারবার কবিতায় এসেছে বহুল ব্যবহৃত এক সংকেত হয়ে তা একাধারে যেরকম ইন্টারেস্টিং অন্যদিকে আবার রেগুলার রিডারদের কাছে predictable

যাই হোক, আলাপ আলোচনা চলতে থাকুক

sutanuti's picture
"প্যাটার্ন ভাঙার জন্য" যা করা

sutanuti 51 সপ্তাহ 5 দিন আগে

"প্যাটার্ন ভাঙার জন্য" যা করা হয় তাও অচিরে এক প্যাটার্ন হয়ে ওঠে:
সম্পূর্ণ একমত। এভাবেই ভাঙাগড়ার খেলা চলতে থাকুক।

ঝর্না's picture
তোমার কবিতা সব সময়

ঝর্না 51 সপ্তাহ 3 দিন আগে

তোমার কবিতা সব সময় আলাদা...
দেখতে পাই, শুনতেও পাই...এই যেমন বললে "গোবর জলের খিলখিল" ... সত্যি এমনই তো...

আরো লেখা চাইইই...

খায়রুল আহসান's picture
পুরো পোস্ট জুড়ে ঘোরের মাঝেই দোদুল্যমান থাকতে হয়।

খায়রুল আহসান 50 সপ্তাহ 4 দিন আগে

শিরোনামটা পড়েই এক ধরনের ঘোর লেগে যায়। পুরো পোস্ট জুড়ে ঘোরের মাঝেই দোদুল্যমান থাকতে হয়।

.....

ভালবাসা ভালবাসি....



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline